bpl bpl
বিপিএল দল সূচি ফলাফল পয়েন্ট টেবিল খবর ছবি ভিডিও

সাদমান ইসলাম অনিক

shadman-islam-anik
  • দেশ: Bangladesh
  • দল:
  • দলীয় দায়িত্ব: ব্যাটসম্যান
  • জন্ম: ১৮-০৫-১৯৯৫
  • উচ্চতা: --
  • খেলার ধরণ: বোলার
  • বোলিং স্টাইল: বামহাতি স্লো অর্থডক্স
  • ব্যাটিং স্টাইল: বামহাতি

জন্ম ঢাকায়। ২০১৭ সালে ঢাকা প্রিমিয়ার ডিভিশনে আবাহনী লিমিটেডের হয়ে ক্যারিয়ারের প্রথম লিস্ট ‘এ’ সেঞ্চুরি করেন। এরআগে ২০১৪ সালে ঢাকা মেট্রোপলিটনের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টে জাতীয় দলের হয়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেন।

মেজর টিমস: বাংলাদেশ, বাংলাদেশ ‘এ’, বাংলাদেশ অনূর্ধ্ব-১৯, ঢাকা মেট্রোপলিস, ইস্ট জোন (বাংলাদেশ)।