আগামী ১৪ জুলাই সারাদেশে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ উপলক্ষে বিভিন্ন স্থানে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সিরাজগঞ্জ: "ভিটামিন এ খাওয়ান, শিশুমৃত্যু ঝুঁকি কমান" এই শ্লোগানকে সামনে রেখে সকালে সিরাজগঞ্জের সিভিল সার্জন সম্মেলন কক্ষে একটি কর্মশালার আয়োজন করা হয়। এসময় শিশুদের অপুষ্টি নিরাময়, অন্ধত্ব প্রতিরোধ, স্বাভাবিক ও মানসিক বিকাশ নিয়ে আলোচনা করেন সিভিল সার্জন ডাক্তার শামীম হোসেন।
সুনামগঞ্জ: সুনামগঞ্জের ইপিআই ভবন মিলনায়তনে জেলা সাংবাদিকদের নিয়ে একটি ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। এসময় জেলার ৩৫টি দুর্গম ইউনিয়নে চারদিন ব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর জন্য গৃহীত পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।১৮
এছাড়া বান্দরবানে ৭ উপজেলার ৬ থেকে ১১ মাস বয়সী ৯ হাজার ৬শ ৫০ জন শিশুকে একটি করে নীল রঙের ও ১২ থেকে ৫৯ বয়সী ৬৭ হাজার ৩শ ১০ জন শিশুকে একটি করে লাল রংয়ের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।