খুলনায় শিল্পকলা একাডেমির নির্মাণাধীন ভবনে ফাটল দেখা দেয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন করেছে জেলা সাংস্কৃতিক ঐক্য পরিষদ।
বৃহস্পতিবার (১২ জুলাই) সকালে শহরের শিল্পকলা একাডেমি ভবনের সামনে এ মানববন্ধন করা হয়। এ সময় বক্তারা অভিযোগ করেন, কাজ শেষ হওয়ার আগেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে শিল্পকলা একাডেমির নির্মাণাধীন ভবনটি। নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় ভবনটির বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে। কাজ বন্ধ করে একটি তদন্ত কমিটি গঠনের দাবি জানান তারা।