পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীর বাংলা একাডেমিতে চলছে ১০ দিনব্যাপী বৈশাখী মেলা।
এবারের মেলায় প্রায় ২০০টি স্টলে বুটিক'স, লোকজ ও কারুশিল্প পণ্য নিয়ে অংশ নিয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্ষুদ্র উদ্যোক্তা ও কারুশিল্পীরা।
বাহারি রং ও বিচিত্র নকশার সমন্বয়ে বাঁশ-বেত, কাঠ কিংবা পাট কাঠি দিয়ে তৈরি গৃহস্থালি পণ্য বা শোপিস নজর কাড়ছে দর্শনার্থীদের।
মেলায় দেখা মিলছে নকশীকাঁথা ও শতরঞ্জি পণ্যের। আধুনিক সভ্যতার চাকচিক্যে হারিয়ে যেতে বসা ঐহিত্যবাহী পণ্যের প্রতি ক্রেতাদের বাড়তি আগ্রহ এবং বিক্রি বাড়ায় খুশি মেলায় আসা উদ্যোক্তারা।