SomoyNews.TV

Somoynews.TV icon বাংলার সময়

আপডেট- ১৮-০৯-২০১৯ ১২:২০:২৩

সাতক্ষীরায় বেড়েছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা

ছব-

সাতক্ষীরায় ডেঙ্গুতে আক্রান্ত নতুন রোগীর সংখ্যা আবারও বেড়েছে। গত ১৭ সেপ্টেম্বরও ১৩ জন রোগী নতুন ভাবে ডেঙ্গুতে আক্রান্ত হয়। যা গত ২৪ ঘণ্টায় বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। জনপ্রতিনিধিদেরও মাধ্যমে জেলা প্রশাসন গনসচেতনতা বৃদ্ধিতে বাড়ি বাড়ি প্রচারাভিযান অব্যাহত ভাবে চললেও এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করা সম্ভব হচ্ছে না।

সিভিল সার্জন অফিসের তথ্য মতে, সাতক্ষীরায় আজ পর্যন্ত ৬৭২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এর মধ্যে বিভিন্ন হাসপাতালে এখন পর্যন্ত ভর্তি রয়েছে ৪৮ জন। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন আরও ৪৬৭ জন এবং উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে ১৫৭ জনকে। আর এদের মধ্যে ৪৬০ জন স্থানীয় ভাবে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে।