SomoyNews.TV

Somoynews.TV icon বিনোদনের সময়

আপডেট- ১৪-০৮-২০১৯ ১৩:৪৪:০৭

বাহুবলিকে টপকে যাবে সাহো?

204001-4342343

দক্ষিণী ছবির পরিচালক রাজামৌলির বাহুবলি সিরিজের দুই ছবিতেই বাজিমাত করেছেন নায়ক প্রভাস। আয়ের রেকর্ডে বক্স অফিস হিট করেছিলেন তিনি।

চলতি মাসের শেষে সেই প্রভাসের আরেকটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। ‘সাহো’ নামের ওই ছবির ট্রেলার ইতোমধ্যে সাড়া ফেলেছে।

বলিউড সংশ্লিষ্টরা আশা করছেন নায়ক প্রভাসের কারণেই বাহুবলির রেকর্ডও ভাঙতে পারে পরিচালক সুজিত রেড্ডির ‘সাহো’।

তবে সাহো’তে সময় দিতে নারাজ প্রভাস। গত শনিবার ট্রেলার লঞ্চের আগে প্রভাস বলেন, 'আমি আর এই ছবির জন্য আমার জীবনের আরও দুই বছর দিয়ে দিতে রাজি নই, কারণ বাহুবলির জন্য আমি আমার জীবন থেকে চারটি বছর দিয়ে দিয়েছি।'

প্রভাস আরও বলেন, 'এই ছবির জন্য আবুধাবিতে যে অ্যাকশন দৃশ্যের শ্যুটিং হয়েছে সেটার জন্যই এক বছর সময় লেগেছে। এর জন্য আমাদের অনেক প্রস্তুতি নিতে হয়েছে, অনুশীলন করতে হয়েছে।'