SomoyNews.TV

Somoynews.TV icon মহানগর সময়

আপডেট- ১১-০৭-২০১৯ ২১:৪০:১২

কারামুক্ত হলেন বিএনপি নেতা সোহেল

sohel

কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিবুন নবী খান সোহেল। বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যা সোয়া ৭টার দিকে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে বের হন বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।

হাবিবুন নবী খান সোহেল বিএনপির যুগ্ম মহাসচিব পদেও দায়িত্ব পালন করছেন।

গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গুলশান থেকে গ্রেফতার হয়েছিলেন এই নেতা। শায়রুল কবির খান বলেন, গত কয়েক বছরে দফা-দফায় আটক হয়েছেন হাবিবুন নবী খান সোহেল। মুক্তির পর তিনি পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন।