SomoyNews.TV

Somoynews.TV icon আন্তর্জাতিক সময়

আপডেট- ১১-০৭-২০১৯ ১৮:৫৫:৫৩

তুরস্কের ওপর নিষেধাজ্ঞার আভাস, বৈঠক চলছে ইইউ’র

erdogan-eu-reuters

গ্যাস ও তেলসমৃদ্ধ সাইপ্রাসে তুরস্কের নৌমহড়াকে অবৈধ আখ্যায়িত করে দেশটির ওপর কঠিন নিষেধাজ্ঞার আভাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

আঙ্কারার সঙ্গে বিমান পরিবহন চুক্তিসহ বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের আলোচনা স্থগিত করতে যাচ্ছে ইউরোপীয় দেশের এ জোট।

এছাড়া তুরস্ককে দেয়া তহবিলও আগামী বছর জব্দ করে দেবে তারা। সৌদি আরবের প্রভাবশালী সংসাদমাধ্যম আরব নিউজের খবরে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

তুরস্কের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে বৃহস্পতিবার (১১ জুলাই) ব্রাসেলসে কূটনৈতিকরা বৈঠকে বসেছেন।

তবে এ যৌথ সিদ্ধান্তে পরিবর্তনও আসতে পারে। সোমবার ইউরোপের পররাষ্ট্রমন্ত্রীরা যখন বৈঠকে বসবেন তখন এ সিদ্ধান্ত গৃহীত হবে।