SomoyNews.TV

Somoynews.TV icon আন্তর্জাতিক সময়

আপডেট- ১১-০৭-২০১৯ ১৬:৪৫:২৭

বন্দুক হাতে মদ্যপ-নৃত্য বিজেপি এমপি’র (ভিডিও)

12

ফিল্মি কায়দায় দু’হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে মাতাল হয়ে নাচছেন ভারতের উত্তরাখণ্ডের খানপুরের বিজেপির এক এমপি। হিন্দি ছবির গানের তালে তাল মিলিয়ে নাচের ফাঁকে মদের গ্লাসে চুমুক দিয়ে নিচ্ছেন মাঝে মধ্যে। এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।

ভিডিওটিতে দেখা যায়, ছোট-বড় রাইফেল, পিস্তল মিলিয়ে রয়েছে ৪টি বন্দুক রয়েছে ওই বিজেপি নেতার দু’হাতে। ওই নেতাকে ঘিরে নাচছেন আরো তিন-চার জন। 

এনডিটিভি’র খবরে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভাইরাল এ ভিডিও অস্বস্তি বাড়িয়েছে ভারতের উত্তরাখণ্ডের বিজেপি নেতৃত্বের মধ্যে। কারণ, ভিডিওতে যে ব্যক্তি নাচছেন, মদ পান করছেন তিনি ওই রাজ্যের ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এমপি প্রণব চ্যাম্পিয়ন।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, সম্প্রতি পায়ে অস্ত্রোপচার শেষে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর নিজের ঘনিষ্ঠ সমর্থকদের নিয়ে আনন্দ-ফুর্তিতে মাতেন প্রণব চ্যাম্পিয়ন। আর তাদের ওই কর্মকাণ্ডের ভিডিও কীভাবে যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে।

এ ঘটনার এক মাস আগে এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন বিজেপি এমপি প্রণব চ্যাম্পিয়ন। এ ঘটনায় দিল্লির চাণক্যপুর থানায় প্রণব চ্যাম্পিয়নের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন ওই সাংবাদিক। সাংবাদিককে খুনের হুমকি দেয়ার ঘটনায় প্রণবকে তিন মাসের জন্য বরখাস্ত করে রাজ্য বিজেপি।

বরখাস্ত হওয়ার পরও নিজের আচরণে কোনো রাশ টানেননি এই বিজেপি এমপি, তারই প্রমাণ মিলল এ ভিডিওতে। এ ঘটনায় কড়া পদক্ষেপ নিতে রাজ্য নেতৃত্বের মধ্যে আলোচনাও শুরু হয়েছে বলে জানায় ভারতীয় গণমাধ্যম।