SomoyNews.TV

Somoynews.TV icon আন্তর্জাতিক সময়

আপডেট- ১১-০৭-২০১৯ ১৫:১২:৫৬

কানাডায় ১৯৮৮ ফুট উঁচু থেকে পড়েও বেঁচে গেলেন যিনি!

canada-jpg-2

কানাডায় নায়াগ্রা জলপ্রপাত থেকে পরে গিয়েও বেঁচে গেলেন এক ব্যক্তি। মঙ্গলবার (৯ জুলাই) বিকেলে এ দুর্ঘটনা ঘটে জানান পুলিশ। পরে তাকে জলপ্রপাত থেকে ১৮৮ ফুট নিচে নদীর ধারে পাথরে বসে থাকা অবস্থায় উদ্ধার করা হয় তাকে।

নায়াগ্রা পার্ক পুলিশ জানায়, মঙ্গলবার (৯ জুলাই) দুপুর ৪টার দিকে একটি ফোনকল আসে। জানানো হয় যে, সেখানে একটা দুর্ঘটনা ঘটেছে। নায়াগ্রা থেকে পড়ে গেছেন এক ব্যক্তি।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখেন, জলপ্রপাতের মধ্যে পড়ে যাওয়া ওই ব্যক্তি তখন নদীর পাশের একটি পাথরের দেওয়ালে ওঠার চেষ্টা করেছে এবং প্রবল জলের তোড়ে সে আবার ভেসে যাচ্ছে।

পরে পুলিশ অনুসন্ধান চালিয়ে তারা দেখেন নিচে একটি পাথরের উপর বসে আছেন ওই ব্যক্তি। তেমন গুরুতর আঘাতও নেই তার শরীরে। ওই ব্যক্তি কানাডার দিকে জলপ্রপাতের যে অংশটি রয়েছে সেখানে গিয়ে পড়েছিলেন। ঠিক মার্কিন-কানাডা সীমান্তে ঘটেছে এই ভয়াবহ ঘটনা।