SomoyNews.TV

Somoynews.TV icon খেলার সময়

আপডেট- ২৬-০৬-২০১৯ ০০:৫৫:৩৪

বাংলাদেশ জেলা এবং বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সভা

bddfa-meet

কার্যনির্বাহী সভা করেছে বাংলাদেশ জেলা এবং বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন। সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন জেলা এবং বিভাগীয় অ্যাসোসিয়েশনের সদস্যরা।

সাইফ স্পোর্টিং ক্লাবের অফিসে অনুষ্ঠিত হয় সভা। শুরুতে জেলা এবং বিভাগীয় অ্যাসোসিয়েশনের পূর্বের কার্য নির্বাহী সভার এজেন্ডা পাশ হয় এই সভায়। নতুন বাজেটে ফুটবল উন্নয়নে বরাদ্দকৃত ২০ কোটি টাকা সুষ্ঠু বন্টনের দাবি জানানো হয়। তাছাড়া শীঘ্রই এজিএমের আয়োজন করে বাৎসরিক অডিট রিপোর্ট পেশ করতে বাফুফের কাছে আহ্বান জানিয়েছে বাংলাদেশ জেলা এবং বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন। নির্ধারিত সময়ের মধ্যে রিপোর্ট না দেয়া হলে সারা দেশের জেলা সংস্থার পক্ষ থেকে অনাস্থা চিঠি দিবে বাফুফেকে। এমনটাই জানিয়েছেন বিডিডিএফএর মহাসচিব তরফদার মোহাম্মদ রুহুল আমিন। ট্যালেন্ট হান্টের মাধ্যমে বাছাইকৃত ৫৩ ফুটবলারকে নিয়ে ৬ মাসের ক্যাম্প হবে চট্টগ্রামে বলেও সিদ্বান্ত হয় সভায়।