SomoyNews.TV

Somoynews.TV icon মহানগর সময়

আপডেট- ১৮-০৬-২০১৯ ১০:২৪:৫৩

ধলেশ্বরীর তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ

-

নারায়ণগঞ্জের ফতুল্লায় দ্বিতীয় দিনের মতো ধলেশ্বরী নদীর তীর দখল করে গড়ে তোলা বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। এ সময় নদী দখলের দায়ে একজনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (১৭ জুন) সকালে বিআইব্লিউটিএ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালিত হয়। এ সময় বিআইডব্লিউটিএ এর নারায়ণগঞ্জ নদী বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানে বক্তাবলী এলাকায় ধলেশ্বরী নদীর তীরে অবৈধভাবে গড়ে তোলা ১২টি ইট ভাটা, ৩টি ডকইয়ার্ড, বাঁশের পাইলিং ও ২টি তেলের পাম্পসহ প্রায় ৩০টি কাঁচা-পাকা স্থাপনা উচ্ছেদ করা হয়।

উচ্চ আদালতের নির্দেশে নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে বেশ কয়েকবার নোটিশ দেয়া সত্তেও তা না মানায় এ অভিযান পরিচালনা করা হয় বলে জানান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।