SomoyNews.TV

Somoynews.TV icon খেলার সময়

আপডেট- ১৭-০৬-২০১৯ ০০:৫৩:১২

সোমবার মাঠে নামবে সাইফ স্পোর্টিং-ব্রাদার্স-নোফেল স্পোর্টিং

saif-01

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে দু'টি ম্যাচ। ময়মনসিংহের রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাদার্স ইউনিয়ন। আরেক ম্যাচে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মুক্তিযোদ্ধার প্রতিপক্ষ নোফেল স্পোর্টিং। দু'টি ম্যাচই শুরু হবে বিকাল চারটায়।

লম্বা বিরতির পর মাঠে নামতে যাচ্ছে সাইফ স্পোর্টিং। নিজেদের শেষ ম্যাচে আরামবাগের সাথে পয়েন্ট ভাগাভাগি করলেও আগের তিন ম্যাচে জয়ের সুখস্মৃতি থেকেই শক্তি সঞ্চয় করতে চায় ম্যাককেনস্ট্রি শিষ্যরা।

মাঠে সাইফের তুরুপের তাস হতে পারেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। লাল-সবুজের জার্সি গায়ে সাম্প্রতিক পারফরম্যান্সে প্রশংসায় ভাসছেন এই মিডফিল্ডার। তার ওপর প্রতিপক্ষ রেলিগেশন শঙ্কায় ধুকতে থাকা ব্রাদার্স ইউনিয়ন। যেখানে ১৫ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে টেবিলের ৪ নম্বরে অবস্থান সাইফের। তাই এই ম্যাচে তিন পয়েন্ট বাগানোটা খুব কঠিন হবে না কোরদোভা-বলশাভকদের কাছে।

দিনের আরেক ম্যাচে নোফেলের বিপক্ষে বেশ স্বস্তিতে থাকার কথা মুক্তিযোদ্ধার। তবে কোচ আব্দুল কাইয়ুমের চিন্তার বিষয়, শেষ ৬ ম্যাচে জয়ের দেখা পায়নি দল। তবে ফামোউসা-রয়েল-কাতোদের ওপর আস্থা রেখে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি।

অবশ্য প্রতিপক্ষ নোফেলের অবস্থাটা আরও শোচনীয়। ১৫ ম্যাচে ইসমাইল বাহিনীর সংগ্রহ মাত্র ৯ পয়েন্ট। তাই পা পিছলে গেলেই রেলিগেশন যোনে পরতে পারে পরিতোষ শিষ্যরা। তবে মাঠে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত নোফেল।