SomoyNews.TV

Somoynews.TV icon মহানগর সময়

আপডেট- ২৫-০৫-২০১৯ ২০:২০:১১

আগাম টিকিট বিক্রির চতুর্থ দিনে স্টেশনগুলোতে উপচেপড়া ভিড়

eid-ticket1

ঈদে ট্রেনের আগাম টিকিট বিক্রির চতুর্থ দিনে স্টেশনগুলোতে ছিলো উপচেপড়া ভিড়। ৪ জুন থেকে ঈদের ছুটি শুরু হওয়ায় ৩ জুনের টিকিটের চাহিদা ছিলো সবচেয়ে বেশি। তবে বিক্রির শুরুতেই এসি টিকিট না পাওয়ার অভিযোগ যাত্রীদের। এদিকে টিকিট কালোবাজারি প্রতিরোধে সব রকম ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন রেলওয়ে পুলিশ।

ঈদের আগের শেষ কর্মদিবসের টিকিট পেতে কমলাপুরসহ ৫টি স্টেশনে আগাম টিকিট প্রত্যাশীদের চাপ ছিলো গেলো তিনদিনের তুলনায় অনেক বেশি। কেউ ভোর রাত কেউবা শুক্রবার (২৪ মে) সন্ধ্যা থেকেই অপেক্ষা করছেন স্টেশনগুলোতে। ভিড় প্ল্যাটফর্ম ছাড়িয়ে চলে যায় রাস্তায়।

ভোররাতের বৃষ্টিতে ভোগান্তি আর ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পর টিকিট পেয়ে তৃপ্তির হাসি রাত জাগা মানুষের চোখে মুখে। দুপুরের মধ্যেই উত্তর বঙ্গের কয়েকটি জেলার টিকিট না পেয়ে ক্ষোভ জানান যাত্রীরা।

এসি বগির টিকিট শেষ হয়ে যায় বিক্রি শুরুর আধাঘণ্টার মধ্যেই। শনিবার (২৫ মে) অনলাইনে টিকিট পেতে ব্যর্থ হয়ে ভিড় বাড়ে কাউন্টারে।

এদিকে স্টেশনগুলোর সার্বিক নিরাপত্তা রক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ। চাপ বাড়ায় অনলাইনে টিকিট কেনা যাচ্ছে না বলে দাবি সি এন এসের।

কমলাপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ইয়াসিন ফারুক মজুমদার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার কোন সম্ভাবনা নেই।

সিএনএস এর নির্বাহী পরিচালক মেজর জিয়াউল আহসান সারওয়ার বলেন, প্রচুর লোক একসাথে ঢোকার চেষ্টা করায় সার্ভার জ্যাম হয়ে যাচ্ছে।

শনিবার থেকে দেয়া হচ্ছে নতুন ৩টিসহ ৮ জোড়া স্পেশাল ট্রেনের আগাম টিকিট।