SomoyNews.TV

Somoynews.TV icon খেলার সময়

আপডেট- ২৫-০৫-২০১৯ ১৫:৪৬:১৬

‘গোল্ডেন শু’ গেল মেসির ঘরেই

15587273328241

ষষ্ঠবারের মতো এক মৌসুমে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘ইউরোপিয়ান গোল্ডেন শু’ জিতেছেন মেসি। মেসির পেছনে থেকে চোখ রাঙিয়েছিলেন এমবাপ্পে।

লিগ ওয়ানে শেষ ম্যাচে মেসিকে টপকাতে তার প্রয়োজন ছিল পাঁচ গোল। কিন্তু রিসের বিপক্ষে এমবাপ্পে মাত্র তিন গোল করলে টানা তৃতীয়বার ও মোট ষষ্ঠবারের মতো গোল্ডেন শু জিতে নেন মেসি।

এবার লিগে ৩৪ ম্যাচ খেলে ৩৬ গোল করেছেন মেসি। ওদিকে এমবাপ্পে পিএসজির হয়ে করেছেন ৩৩ গোল। দুজনই দলকে লীগ জেতালেও গোলের দৌড়ে এগিয়ে ছিলেন মেসি।