SomoyNews.TV

Somoynews.TV icon খেলার সময়

আপডেট- ২৫-০৫-২০১৯ ১৪:৪২:০৩

লা লিগায় ধারাভাষ্য দিয়ে উৎফুল্ল জামাল ভূঁইয়া

jamal-bff-up

প্রথম বাংলাদেশি ফুটবলার হিসেবে স্প্যানিশ লা লিগায় ধারাভাষ্য দিতে পারাটা বড় প্রাপ্তি। এমনটাই মনে করেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। লা লিগার পাশাপাশি আগামী মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের ধারাভাষ্যের প্রস্তাব পেয়ে উৎফুল্ল তিনি।

স্প্যানিশ তথা বিশ্ব ফুটবলের অন্যতম বড় লিগ লা লিগায় ধারাভাষ্য দেয়ার সুযোগ। সত্যিই ব্যাপারটা জামাল ভূঁইয়ার জন্য রোমাঞ্চকরই বটে। দুবাই ভিত্তিক স্পোর্টস চ্যানেল বিইনের আমন্ত্রণে লা লিগায় ধারাভাষ্যের প্রস্তাব পান জামাল। যেখানে গেল ১৮ মে ভ্যালেন্সিয়া আর ভায়াদোলিদ। এরপর ১৯ মে মেসির বার্সেলোনা ও এইবারের মধ্যকার ম্যাচের ধারাভাষ্য দেয়ার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেননি জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। যা লাল-সবুজের দেশের ফুটবলের জন্য আসলেই বিশাল এক প্রাপ্তি।

তাইতো লা লিগার মতো বড় আসরে ধারাভাষ্য দিতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন জামাল ভূঁইয়া।শুধু তাই নয়, এমন সাফল্যে সতীর্থদের প্রশংসা তাকে অনুপ্রাণিত করেছে বলে জানান তিনি।

জামাল বলেন, প্রথমবার বাংলাদেশি হিসেবে এমন সুযোগ পেলা। পরিবার এবং বন্ধুরা অভিনন্দন জানিয়েছেন।

ম্যাচের আগে, বিরতিতে এবং ম্যাচ শেষে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করেন বাংলাদেশ অধিনায়ক। যেখানে দেশের ফুটবল নিয়ে নিজের অভিজ্ঞতা বিনিময় করেন জামাল ভূঁইয়া।

বিশ্বকাপ প্রাক বাছাইয়ে আগামী ৬ ও ১১ জুন লাওসের বিপক্ষে মাঠে নামবে লাল সবুজ জার্সিধারীরা। এ দুটি ম্যাচে দল জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে। এমনটাই প্রত্যাশা জামাল ভূঁইয়ার।

সম্প্রতি জেমি ডের অধীনে দারুণ খেলছে বাংলাদেশ। আর জয়ের ধারাবাহিতা বজায় রেখে ,বাংলাদেশ র‌্যাংকিং আরো একধাপ এগিয়ে যাবে বলে বিশ্বাস তার।