SomoyNews.TV

Somoynews.TV icon বাংলার সময়

আপডেট- ২৪-০৫-২০১৯ ১৬:৩৮:০৭

সাতক্ষীরায় প্রশ্নফাঁস চক্রের ২১ জনকে কারাদণ্ড

kk

সাতক্ষীরা কলারোয়া থেকে গ্রেফতারকৃত প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের ৫ সদস্য সহ ২১ জনকে দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

এদেরও মধ্যে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পরানখালী গ্রামের আহসান আলির ছেলে আ. হালিমই ঢাকা থেকে প্রশ্নপ্রত্র এনে সাতক্ষীরায় বিক্রি করে। ওই চক্রের অন্যতম সদস্য আফতাবুজ্জামান সাতক্ষীরা তালা উপজেলার সেনেরগাতি জনতা ব্যাংকের ম্যানেজার, কলারোয়া রামকৃষ্ণপুর প্রাথমিক স্কুলের শিক্ষক আমিরুল ইসলাম ও আশাশুনির শেতপুর সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষক তরিকুল ইসলাম, কৃষি ব্যাংক কর্মকর্তা মনিরুল ইসলাম।

এছাড়া র‌্যাবের হাতে আাটককৃত ১৬ জন শিক্ষার্থী ও তাদের ৮ জন অবিভাবককে সাতক্ষীরায় আনা হয়। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আমিনুল ইসলাম প্রশ্নপত্র ফাঁস চক্রের ৫ সদস্য সহ ১৬ জন পরীক্ষার্থীকে দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন। বাকী ৮ জন অবিভাবককে ছেড়ে দেয়া হবে বলে র‌্যাব জানায়।

র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পে এক প্রেসব্রিফিং এ অধিনায়ক লে. কর্নেল সৈয়দ মো. নুরুস সালেহীন ইউসুফ জানান, এনএসআইয়ের দেয়া সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৪ মে) সকালে কলারোয়া থানার পার্শ্ববর্তী সোনালী সুপার মার্কেটে অবস্থিত কিডস কোচিং সেন্টারের ব্লাক বোর্ডে ফাঁসকৃত প্রশ্নপত্রের উত্তর লিখে দেয়ার সময় ওই চক্রের দুই সদস্যকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তেতে অন্যদের আটক করা হয়। 

তিনি জানান, ঢাকায় বসে একটি প্রশ্ন ফাঁসকারী চক্র ১২ লাখ টাকার চুক্তিতে তাদের কাছে মোবাইল ফোনে প্রশ্ন ও তার উত্তর বলে দেবে। এসব প্রশ্ন ও উত্তর ব্লাকবোর্ডে লিখে পরীক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেওয়া হবে। এজন্য সিন্ডিকেটের হাতে অগ্রিম পাঁচ লাখ টাকা দিতে হয়েছে। বাকি টাকা পরীক্ষা শেষে দেওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।