SomoyNews.TV

Somoynews.TV icon বাংলার সময়

আপডেট- ২১-০৫-২০১৯ ২২:৩৫:৩৩

ধানের ন্যায্য মূল্যের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিএনপির স্মারকলিপি

cnt-bnp

ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম বন্ধের দাবিতে দেশের বিভিন্ন স্থানে স্মারকলিপি দিয়েছে বিএনপি।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে, মঙ্গলবার (২১ মে) দুপুরে রংপুরে অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ এনামুল কবীরের কাছে স্মারকলিপি দেয়া হয়। এসময় জেলা ও মহানগর বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। স্মারকলিপিতে ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবি জানানো হয়।

সকালে, ঝালকাঠির জেলা প্রশাসক মোহাম্মদ হামিদুল হকের কাছে স্মারকলিপি দেন জেলা বিএনপির নেতারা। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম বন্ধে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।