SomoyNews.TV

Somoynews.TV icon খেলার সময়

আপডেট- ১৯-০৫-২০১৯ ১৩:৫২:৩২

লা লিগার ধারাভাষ্যে বাংলাদেশি জামাল ভূঁইয়া

5a468a33f2958f38d79694f205f

প্রথম বাংলাদেশি হিসেবে লা লিগায় ধারাভাষ্য দিলেন বাংলাদেশের জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। লা লিগার অফিসিয়াল ফেসবুক পেজে রিয়াল ভায়াদোলিদ ও ভ্যালেন্সিয়ার মধ্যকার ম্যাচের ধারা বিবরণীটি সরাসরি দেখানো হয়।

ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় রাত ৮ টা ১০ মিনিটে । ম্যাচ শুরুর আগে সহকারী ধারা ভাষ্যকারের প্রশ্নের উত্তর দেন ডেনমার্কে বড় হওয়া এই ফুটবলার। সেখানে দেশের ফুটবলের নানা বিষয় নিয়ে কথা বলেন জামাল। দুবাই ভিত্তিক স্পোর্টস চ্যানেল বি-ইনের আমন্ত্রণে লা লিগায় ধারাভাষ্য দিতে গেছেন সাইফ স্পোর্টিং ক্লাবের এই অধিনায়ক। রবিবার আবারো বার্সালোনা- এইবারের ম্যাচে ধারাভাষ্য দেবেন জামাল ভূঁইয়া।

জামাল ভূঁইয়া বলেন, আমাদের দেশের ফুটবল এগোচ্ছে। জেমি ডে সত্যিই দুর্দান্ত। সে-সহ পুরো কোচিং স্টাফ ফুটবলের উন্নয়নের জন্য কাজ করছে। বাফুফে এখন দেশের ফুটবলের জন্য অনেক তাকাখরচ কছে। এ সব কার্যক্রম অব্যাহত থাকলে কয়েক বছর পর এর ফল আমরা হাতে পাবো।