SomoyNews.TV

Somoynews.TV icon খেলার সময়

আপডেট- ১৫-০৫-২০১৯ ১৪:১১:১৮

নিউজিল্যান্ডের নতুন ব্যাটিং কোচ পিটার ফুলটন

nz-bat-coach

নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ হতে যাচ্ছেন পিটার ফুলটন। বর্তমান ব্যাটিং কোচ ক্রেইগ ম্যাকমিলান ইংল্যান্ড বিশ্বকাপের পর দায়িত্ব ছেড়ে দেয়ায় নতুন দায়িত্ব পেলেন এই সাবেক কিউই ক্রিকেটার।

তবে এখনই আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করবেন না তিনি। বিশ্বকাপের পর দলের হাল ধরবেন ৪০ বছর বয়সী এই সাবেক ক্রিকেটার। এর আগে নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের হেড কোচের দায়িত্ব পালন করেন পিটার। ২০১৪ সালে উইন্ডিজের বিপক্ষে শেষ ম্যাচ খেলেন তিনি।

আন্তর্জাতিক ক্যারিয়ারে নিউজিল্যন্ডের জার্সিতে ৮৪টি ম্যাচে মাঠে নামেন পিটার। ২০২০ সালের অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তার সাথে চুক্তি সম্পাদন করেছে ক্রিকেট নিউজিল্যান্ড।