SomoyNews.TV

শিক্ষা সময়

আপডেট- ২০-০৪-২০১৯ ১৮:৫২:১৬

অবসর নিলেন ঢাবির সাংবাদিকতা বিভাগের দুই অধ্যাপক

mcj-teacher1

সুদীর্ঘ ও সফল কর্মজীবন শেষে অবসর নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. আহাদুজ্জামান মোহাম্মদ আলী এবং অধ্যাপক আখতার সুলতানা। বিভাগে তাদের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে আয়োজন করা হয় এক অনুষ্ঠানের।

শনিবার (২০ এপ্রিল) টিএসসি মিলনায়তনে শুরু হয় দিনব্যাপী এই আয়োজনের। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন বিভাগীয় প্রধান অধ্যাপক কাবেরী গায়েন।

বক্তারা বলেন, অধ্যাপক আহাদুজ্জামান মোহাম্মদ আলী এবং অধ্যাপক আখতার সুলতানা তাদের প্রজ্ঞাময় পাঠদানের মধ্য দিয়ে তিন দশকের বেশি সময় ধরে জ্ঞানের আলো ছড়িয়েছেন হাজারো শিক্ষার্থীর মধ্যে।