SomoyNews.TV

Somoynews.TV icon মহানগর সময়

আপডেট- ২০-০৪-২০১৯ ১৩:৫৭:৪৬

টিআইবির বক্তব্য মনগড়া ও গবেষণালব্ধ নয়: ওয়াসা

wasa-20190420124324

ওয়াসাকে নিয়ে টিআইবির বক্তব্য মনগড়া ও গবেষণালব্ধ নয়, প্রতিবেদনটি প্রত্যাখ্যান করছে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান। শনিবার (২০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক।

তিনি আরো বলেন, এটা প্রোফেশনাল কোনো গবেষণার প্রতিবেদন নয়, এটা একটা রিপোর্টের মতো হয়েছে। এটা নিম্নমানের ও ঢালাও রিপোর্ট। রিপোর্টে টিআইবি নিজেদের পার্সপেক্টিভ উল্লেখ করেছে, এটা বৈজ্ঞানিক ভিত্তিতে ডাটা কালেক্ট করতে পারেনি। রিপোর্টে উল্লেখ করা ওয়াসার অনিয়মের অভিযোগটি ঢালাও।