SomoyNews.TV

Somoynews.TV icon মহানগর সময়

আপডেট- ১৮-০৪-২০১৯ ১৭:০৩:৫২

সেতু বিভাগের নির্মাণাধীন পিলার ভাঙল বিআইডব্লিউটিএ

turag

টঙ্গীর কামারপাড়ায় তুরাগ নদীর উপর সড়ক ও জনপদ বিভাগের নির্মাণাধীন আশুলিয়া-টঙ্গী সংযোগ সেতুর দুটি পিলার ভেঙে দিয়েছে বিআইডব্লিউটিএ। সংস্থাটির দাবি, সেতুটি পর্যাপ্ত উচ্চতা ও বিআইডব্লিউটিএ এর অনুমোদন না থাকায় অপসারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে টঙ্গীর মাছিমপুরে তুরাগের সীমানার ১৫০ ফুটের মধ্যে স্থাপনা গড়ে ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগে দেশের শীর্ষ শিপিং কোম্পানি আনন্দ গ্রুপের মালিকানাধীন জেরিনা স্পিনিং মিলের অবৈধ অংশ গুঁড়িয়ে দেয় সংস্থাটি। এছাড়া সেখানে গড়া জেরিনা কম্পোজিট মিলেরও কয়েকটি স্থাপনা উচ্ছেদ করা হয়।

তবে উচ্ছেদ চলাকালে সেখানে আনন্দ গ্রুপের চেয়ারম্যান হাজির হয়ে বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করেন। এসময় উচ্ছেদের বিরুদ্ধে তারা আইনগত পদক্ষেপ নেয়ার কথা জানান।