SomoyNews.TV

Somoynews.TV icon খেলার সময়

আপডেট- ১৮-০৪-২০১৯ ০০:১৪:৪৭

আয়ারল্যান্ড সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলের পরামর্শক সারোয়ান

images

বিশ্বকাপর আগে আয়ারল্যান্ডে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলের মেন্টরের দায়িত্ব পালন করবেন দেশটির সাবেক ক্রিকেটার রামেশ সারোয়ান। স্বাগতিক আয়ারল্যান্ড ছাড়াও সিরিজে অংশ নিবে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ।

২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন এই ক্যারিবিয়ান। ১৩ বছরের ক্রিকেট ক্যারিয়ারে খেলেছেন ৮৭ টেস্ট ১৮১টি একদিনের ম্যাচ। ওয়ানডেতে ৪২ গড়ে করেছেন সাড়ে পাঁচ হাজারের বেশি রান। বল হতেও বিভিন্ন সময় প্রয়োজন মিটিয়েছেন দলের। টেস্টে ২৩ এবং ওয়ানডেতে রয়েছে ১৬টি উইকেট। ৫ মে থেকে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে ক্যারিবিয়ানরা। সিরিজ চলাকালীন ওয়েস্ট ইন্ডিজ দলের মেন্টরের দায়িত্বে থাকবেন তিনি। এই সপ্তাহের মধ্যে দলের সাথে যোগ দেয়ার কথা রয়েছে তার।