SomoyNews.TV

Somoynews.TV icon আন্তর্জাতিক সময়

আপডেট- ১৬-০৪-২০১৯ ১৬:৩৪:০৩

যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে নিহত ৮

new-jpg-2

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে টর্নেডোর আঘাতে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

কর্তৃপক্ষ জানায়, সোমবার (১৫ এপ্রিল) মিসিসিপি, টেক্সাস, লুইজিয়ানা অঙ্গরাজ্যে টর্নেডো আঘাত হানলে এ হতাহতের ঘটনা ঘটে। মৃতদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে। টর্নেডোর আঘাতে টেক্সাসে শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও উল্লেখ করা হয়। 

এদিকে, ওহাইও, সাউথ ক্যারোলিনা এবং ভার্জিনিয়াতে টর্নেডো সর্তকতা জারি করা হয়েছে। একইসঙ্গে প্রয়োজন ছাড়া জনগণকে ঘর থেকে বের না হতে পরামর্শ দেয়া হয়েছে।