SomoyNews.TV

Somoynews.TV icon আন্তর্জাতিক সময়

আপডেট- ১৬-০৪-২০১৯ ১৬:৩১:৪২

আল আকসা মসজিদে আগুন (ভিডিও)

fire

জেরুজালেমে অবস্থিত আল আকসা মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমাবর সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডে উল্লেখযোগ্য কোনো ক্ষতি হয়নি। 

দুই হাজার বছরের পুরনো এ এবাদতের স্থানটি অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ ঝুঁকিতে পড়ে। এসময় আল মারওয়ানি নামাজের কক্ষের ছাদের বাইরে গার্ডরুমে আগুন ছড়িয়ে পড়ে।

তবে স্থানীয় ফায়ারসার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় তদন্তে একটি কমিটি করা হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি পুলিশ। আল আকসা মসজিদের এলাকাটি প্রায় ৫০ বছর ধরে ইসরাইল নিয়ন্ত্রণ করছে।

সূত্র: স্পুটনিক।