SomoyNews.TV

Somoynews.TV icon বাংলার সময়

আপডেট- ১৬-০৪-২০১৯ ১৫:৩৪:২৭

নওগাঁয় নুসরাত হত্যার বিচার দাবিতে মানববন্ধন

nowga

মাদ্রসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার বিচার দাবিতে নওগাঁয় মানববন্ধন করেছে সামাজিক সংগঠন উদীচী শিল্পী গোষ্ঠী।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ১১ টায় শহরের মুক্তির মোড় নওযোয়ান মাঠের সামনে এ মানববন্ধন করা হয় । এতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেয়।

বক্তারা বলেন, নারীদর যৌন হয়রানি ও ধর্ষণের সুষ্ঠু বিচার নিশ্চিত না হওয়ায় অপরাধীদের সাহস বৃদ্ধি পাচ্ছে । ৯০ দিনের মধ্যে রাফি হত্যার আসামিদের কঠোর শাস্তির দাবি করা হয় মানববন্ধনে।

বক্তারা রাফি হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এ সময় বক্তব্য রাখেন নওগাঁ জেলা বাসদের সমন্বয়ক জয়নাল আবেদিন মুকুল, মহসীন রেজা, চন্দন কুমার দেব প্রমুখ।