SomoyNews.TV

Somoynews.TV icon বাংলার সময়

আপডেট- ১৬-০৪-২০১৯ ১২:৫২:০০

পাটুরিয়া-দৌলতদিয়া নৌযান চলাচল স্বাভাবিক

pathuria

নৌপথে চাঁদাবাজি, শ্রমিক নির্যাতন বন্ধ ও নৌ শ্রমিকদের ১১ দফা দাবিতে সারাদেশে নৌযান শ্রমিক ফেডারেশনের কর্মবিরতি চললেও মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে।

শ্রমিকরা জানান,পূর্ব ঘোষণা অনুযায়ী সারা দেশে কর্মবিরতি চললেও মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ২শতাধিক শ্রমিক তাদের প্রতিদিনের মত নৌযান চলাচল স্বাভাবিক রেখেছেন। নৌযান শ্রমিক ফেডারেশনের সাথে তাদের কোন সংগঠন না থাকাকে তারা দায়ী করছে।

 তবে সকাল থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চে যাত্রী ভিড় রয়েছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ৩৩ লঞ্জ ও ১৬টি ফেরি চলাচল করছে। এদিকে মানিকগঞ্জের অভ্যন্তরীণ নৌযান চলাচল স্বাভাবিক থাকলেও পদ্মা ও যমুনার নৌরুটে দুরপাল্লার কোন নৌযান চলাচল করতে দেখা যায়নি।