SomoyNews.TV

Somoynews.TV icon বাংলার সময়

আপডেট- ১৬-০৪-২০১৯ ১২:৪৮:৪৩

নুসরাত হত্যার বিচার দাবিতে ফেনী-খুলনায় মানববন্ধন

cnt-hc-up1

মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার প্রতিবাদে ফেনী ও খুলনায় মানববন্ধন হয়েছে।

ফেনী: মঙ্গলবার (১৬ এপ্রিল) ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে শহর ব্যবসায়ী সমিতির ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় বক্তারা হত্যাকাণ্ডের মূলহোতা সিরাজ উদ দৌলাসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

খুলনা: একই প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। এসময় বক্তারা নুসরাত হত্যাকাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।