SomoyNews.TV

Somoynews.TV icon বাণিজ্য সময়

আপডেট- ১৬-০৪-২০১৯ ১১:২৬:০১

বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী কানাডা

trade-min1

বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে কানাডা। সোমবার (১৫ এপ্রিল) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে ঢাকায় নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার বেনোয়েট প্রিফনটেইন এ আগ্রহের কথা জানান।

এসময় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্যের সমস্যা চিহ্নিত করা গেলে তা সমাধানে ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি দুই দেশের ব্যবসায়ীদের নিয়ে একটি ফোরাম গঠন করার পরামর্শ তুলে ধরেন মন্ত্রী। কানাডিয়ান রাষ্ট্রদূতকে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ সুবিধা জানান তিনি।

এসময় রাষ্ট্রদূত বলেন, তার দেশে বাংলাদেশি পণ্যের চাহিদা দিন দিন বাড়ছে। তিনি বলেন, কানাডা বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু। রোহিঙ্গা সমস্যাসহ বিভিন্ন ইস্যুতে তার দেশ বাংলাদেশের পাশে থাকবে।

এসময় অভিবাসনের নামে বিভিন্ন এজেন্সির মাধ্যমে অনেক বাংলাদেশি প্রতারণার শিকার হচ্ছেন উল্লেখ করে তিনি সবাইকে এ বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান।