SomoyNews.TV

Somoynews.TV icon বাংলার সময়

আপডেট- ১৬-০৪-২০১৯ ০৯:৪৪:৪৭

ইটভাটার মাটি চাপায় দুই শ্রমিকের মৃত্যু

102-4

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ইটভাটার মাটি চাপায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরো এক শ্রমিক। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার জয়রামপুর গ্রামের শেখপাড়ার শেখ ব্রিকস্ নামের ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শ্রমিকের লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা আছে।

 

নিহত শ্রমিকরা হলেন, দামুড়হুদা উপজেলার কেশবপুর গ্রামের মৃত কালার ছেলে আব্দুল হান্নান, নতুনবাস্তপুর গ্রামের মৃত লাল মোহাম্মাদের ছেলে বাবু মিয়া ও আহত শ্রমিক হল কেশবপুর গ্রামের শফিকুল ইসলাম।

জানা গেছে, মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে জয়রামপুর শেখ ব্রিকস্ এ শ্রমিকরা মাটি কাটার কাজ করছিল। মাটি কাটার সময় উপরের দিক থেকে মাটি ধসে পড়লে শ্রমিকরা গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকৎসক ডা. শামিম কবির দুই শ্রমিককে মৃত ঘোষণা করেন।