SomoyNews.TV

Somoynews.TV icon মহানগর সময়

আপডেট- ১৬-০৪-২০১৯ ০৯:১৫:২৮

'আগামী অর্থবছরে পাট শ্রমিকদের মজুরি স্কেল ২০১৫ কার্যকর'

jute-bjmc-somoy

পাট শ্রমিকদের জাতীয় মজুরি স্কেল-২০১৫, আগামী অর্থবছর অর্থাৎ, ২০১৯-২০ অর্থবছরেই কার্যকর করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পাটকল করপোরেশনের চেয়ারম্যান শাহ মোহাম্মদ নাছিম।

সোমবার (১৫ এপ্রিল) দুপুরে সময় সংবাদকে তিনি বলেন, চলতি অর্থবছরে নতুন মজুরি স্কেল বাস্তবায়ন সম্ভব নয়।

বাংলাদেশ পাটকল করপোরেশনের চেয়ারম্যান শাহ মোহাম্মদ নাছিম বলেন, 'এখন ২০১৮-২০১৯ অর্থবছর চলছে। এই অর্থবছরের বাজেট অলরেডি করা আছে। সেটার ভিত্তিতে মূলত ভর্তুকি, ঋণ বরাদ্দ দিতে পারে বিজেএমসি। নতুন যে বেতন স্কেল তা আগামী অর্থবছরে বকেয়াসহ শ্রমিকদের পরিশোধ করা হবে।'