SomoyNews.TV

Somoynews.TV icon মহানগর সময়

আপডেট- ১৫-০৪-২০১৯ ২০:০৫:০৩

৭২ ঘণ্টা পর্যবেক্ষণে সুবীর নন্দী

subir-nondi

৭২ ঘণ্টা পর্যবেক্ষণের পর দেশবরেণ্য কণ্ঠশিল্পী সুবীর নন্দীর পরবর্তী অবস্থা জানা যাবে বলে জানিয়েছেন সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল ডা. তৌফিক এলাহী। লাইফ সাপোর্টে থাকলেও তার অবস্থা স্থিতিশীল রয়েছে বলেও জানানো হয়।

সোমবার (১৫ এপ্রিল) বিকেলে সম্মিলিত সামরিক হাসপাতালে সুবীর নন্দীকে দেখে এসে তিনি সাংবাদিকদের এ কথা জানান। এর আগে রোববার রাত ১০টা নাগাদ তাকে সিএমএইচে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাকে সিএমএইচএ লাইফ সাপোর্টে স্থানান্তর করা হয়।

পরিবারের সূত্র জানায়, পরিবারিক একটি অনুষ্ঠানে যোগ দিয়ে রোববার ট্রেন যোগে ঢাকা ফিরছিলেন তিনি।

রাত নয়টা নাগাদ হঠাৎই অসুস্থ হয়ে পড়েন শিল্পী। পরে ক্যান্টনমেন্ট স্টেশনে নেমে অ্যাম্বুলেন্সে তাকে সিএমএইচ এ নেয়া হয়। নন্দিত এই শিল্পী গত চল্লিশ বছর ধরে গেয়েছেন আড়াই হাজারের বেশি গান। ১৯৭৬ সালে সূর্যগ্রহণ চলচ্চিত্রের মধ্যমে প্রথম প্লেব্যাক করেন তিনি। প্রথম একক এ্যালবাম 'সুবীর নন্দীর গান' প্রকাশিত হয় ১৯৮১ সালে।