SomoyNews.TV

Somoynews.TV icon মহানগর সময়

আপডেট- ১৫-০৪-২০১৯ ১৯:৩৫:৪৫

ভাসমান মরদেহ উদ্ধার, পকেটে ইয়াবা-মদ

savar

সাভারের মজিদপুরে পুকুর থেকে ভাসমান অবস্থায় মোহাম্মদ ইয়াহিয়া (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মরদেহের প্যান্টের পকেট থেকে পাঁচ পিস ইয়াবা ও এক বোতল মদ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৫ এপ্রিল) বিকেলে সাভারের মজিদপুর এলাকার প্রথমবাড়ী বাইতুল হেরা জামে মসজিদের পাশের পুকুর থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। ইয়াহিয়া স্ত্রীকে নিয়ে মজিদপুর এলাকায় ভাড়া থেকে রঙ মিস্ত্রির কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ।

সাভার মডেল থানা পুলিশের ওসি এএফএম সায়েদ বলেন, বিকেলে সাভার পৌর মজিদপুর এলাকার বাইতুল হেরা জামে মসজিদের পাশের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের পর জানা যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

ওসি আরও বলেন, মরদেহের প্যান্টের পকেট থেকে পাঁচ পিস ইয়াবা ও এক বোতল মদ উদ্ধার করা হয়েছে। তবে মোহাম্মদ ইয়াহিয়া মাদকের সঙ্গে সংশ্লিষ্ট কিনা জানাতে পারেনি পুলিশ।