SomoyNews.TV

Somoynews.TV icon মহানগর সময়

আপডেট- ১৫-০৪-২০১৯ ১৬:০২:৩৩

খালেদার প্যারোলে মুক্তি দলের নয়, তার নিজের বিষয়: ফখরুল

fokhrul

কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্যারোলে মুক্তি দলের বিষয় নয়, সম্পূর্ণ তার নিজের এবং পরিবারের বিষয় বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলা নববর্ষের দিন হাসপাতালে খালেদার সঙ্গে সাক্ষাতে তার প্যারোল নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানিয়েছেন তিনি।

তবে দলের প্রধানকে মুক্ত করতে দলের পক্ষ থেকে আন্দোলনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ফখরুল।

সোমবার (১৫ এপ্রিল) সকালে জাতীয়তাবাদী উলামা দলের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

রোববার পহেলা বৈশাখের দিনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ব্বিবিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে দেখতে যান ফখরুলসহ বিএনপির সিনিয়র নেতারা। হাসপাতাল থেকে বেরিয়ে ফখরুল জানান, খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ।

খালেদা জিয়ার সঙ্গে প্যারোলের আলোচনা নিয়ে গুঞ্জনের বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘প্রথম হচ্ছে, প্যারোল নিয়ে কোনো আলোচনা হয়নি।’

তিনি বলেন, ‘প্যারোল আমাদের দলের বিষয় নয়। এটা বেগম খালেদা জিয়া ও তার পরিবারের বিষয়। সুতরাং এ বিষয়ে আমরা আলোচনা করি নাই।’

তবে খালেদার জিয়ার সঙ্গে সাক্ষাতে তার সুচিকিৎসা ও মামলার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান মির্জা ফখরুল। তিনি বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার জন্য বেগম খালেদা জিয়া আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, দল ও দেশের জনগণের যে ঐক্য, সেই ঐক্য যেন অটুট থাকে।’

সংসদে শপথের বিষয়ে আলোচনা হয়নি উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘এ বিষয় নিয়ে আলোচনা হয়নি। আমরা তো এই সংসদকেই নির্বাচিত বলছি না, আমরা ওই কথিত নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছি।’