SomoyNews.TV

Somoynews.TV icon বাংলার সময়

আপডেট- ১৫-০৪-২০১৯ ১৫:০৪:৫৭

রাঙ্গামাটিসহ তিন জেলায় চলছে সাংগ্রাই উৎসব

sangrai-fes1

রাঙ্গামাটিসহ তিন পার্বত্য জেলায় চলছে মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব। প্রধান উৎসবটি হচ্ছে রাঙ্গামাটি জেলার কাপ্তাইয়ের রায়খালী ইউনিয়নের নারানগিরি উচ্চ বিদ্যালয় মাঠে। মূলত মারমা সাংস্কৃতিক সংস্থা প্রতি বছর এ আয়োজন করে আসছে। উৎসবে একে অপরের প্রতি পানি ছিটিয়ে পবিত্র হওয়ার পাশাপাশি নিজেদের ভ্রাতৃত্ববোধ ও ভালোবাসার জানান দেয়া হয়।

বছর শেষে আবার আসা সাংগ্রাই উৎসবে সবাই মেতেছে জলকেলিতে। প্রধান উৎসবটি হচ্ছে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার রায়খালী ইউনিয়নের নারানগিরি উচ্চ বিদ্যালয় মাঠে। উৎসবে অংশ নিতে রাঙ্গামাটি জেলার ১০টি উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে তরুণ তরুণীরা সমবেত হয়েছেন। মূলত মারমা সাংস্কৃতিক সংস্থা প্রতি বছর এ আয়োজন করে আসছে। উৎসবে একে অপরের প্রতি পানি ছিটিয়ে পবিত্র হওয়ার পাশাপাশি নিজেদের ভ্রাতৃত্ববোধ ও ভালোবাসার জানান দেয়া হয়। দিনব্যাপী এ আয়োজনের মধ্যদিয়ে তিন পার্বত্য জেলার বৈসাবি উৎসবের সমাপ্তি টানা হবে।

মারমা সম্প্রদায়ের বিশ্বাস সাংগ্রাই উৎসবের এ পানি খেলা পবিত্র। এর মাধ্যমে নিজেদের শুদ্ধির পাশাপাশি ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধের জানান দেন তারা।

এবারের উৎসবে সত্তরেরও বেশি তরুণ তরুণী অংশ নেয় জলকেলিতে।