SomoyNews.TV

Somoynews.TV icon মহানগর সময়

আপডেট- ২১-০৩-২০১৯ ১৫:০৯:৪৪

পদ্মা সেতুর নবম স্প্যান বসছে না আজ

-padma-3pm1

কারিগরি ত্রুটির কারণে আজ বৃহস্পতিবার (২১ মার্চ) বসছে না পদ্মা সেতুর নবম স্প্যান। কাল শুক্রবার (২২ মার্চ) সকালে আবারো বসানোর চেষ্টা করবেন প্রকৌশলীরা।

এর আগে সকালে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের ৩৪ ও ৩৫ নম্বর পিলারের ওপর স্প্যানটি বসানোর কাজ শুরু হয়। কিন্তু গতরাতে ওই এলাকায় ঝড়-বৃষ্টির কারণে ক্রেন নোঙ্গর করে রাখার দড়ি ছিঁড়ে যাওয়ায় জটিলতা দেখা দেয়। যে কারণে ক্রেনটি নির্ধারিত জায়গায় নিতেও দেরি হয়।

আগামীকাল সকালে নবম স্প্যানটি বসাতে আবারো কাজ শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পদ্মা সেতুর জাজিরা প্রান্তের ৭টি স্প্যানের সঙ্গে যোগ হবে নতুন স্প্যানটি। মাওয়া প্রান্তের একটি স্প্যানসহ এ স্প্যানটি বসানো হলে সেতুর দৈর্ঘ দৃশ্যমান হবে ১৩৫০ মিটার।