SomoyNews.TV

Somoynews.TV icon মহানগর সময়

আপডেট- ১৩-০৯-২০১৮ ১৮:৩৯:৪৬

৮ বস্তা গাঁজাসহ আটক ১

bbaria-bgb

ব্রাহ্মণবাড়িয়া থেকে ৮ বস্তা গাঁজাসহ একজনকে আটক করেছে বিজিবি। ভোরে আশুগঞ্জ উপজেলার সোহাগপুর বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়।


বিজিবি জানায়, মাদক পাচার হচ্ছে এমন খবরে ঢাকা-সিলেট মহাসড়কের টোল প্লাজা এলাকায় চেকপোস্ট বসানো হয়। এসময় একটি কার্ভাডভ্যান বিজিবির সদস্যদের দেখে পালানোর চেষ্টা করে। পরে সোহাগপুর বাসস্ট্যান্ড পর্যন্ত কার্ভাডভ্যানটিকে ধাওয়া করে তল্লাশি চালানো হয়। এসময় ২শ কেজি ওজনের ৮ বস্তা গাঁজা উদ্ধার করে বিজিবি।

এ ঘটনায় চালক ফারুখ মিয়াকে আটক করা হয়েছে। ভারত থেকে আমদানি করা গাঁজা ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল বলে ধারণা বিজিবির।