SomoyNews.TV

Somoynews.TV icon মহানগর সময়

আপডেট- ১২-০৯-২০১৮ ২১:৩৬:৩৯

ভাষাসংগ্রামী আহমদ রফিকের ৯০তম জন্মদিন উদযাপিত

vasa-soinek1

কবিতা, গান ও ফুলেল শুভেচ্ছার মধ্যদিয়ে উদযাপন করা হলো ভাষাসংগ্রামী আহমদ রফিকের ৯০তম জন্মদিন। বুধবার বিকেলে অন্যপ্রকাশের আয়োজনে জাতীয় জাদুঘরে গুণী এই লেখকের জন্মদিন উদযাপন করা হয়।

 

নিজের জন্মদিনে দেশ ও সমাজের উন্নয়নে সকলকে অংশ নেয়ার আহ্বান জানান এই কবি ও প্রবন্ধকার। তিনি বলেন, ১৯৫২ ও ৭১ এর মূল উদ্দেশ্য এখনও অপূর্ণই রয়ে গেছে, তাই দেশের উন্নয়নে মুক্ত চিন্তাকে প্রাধান্য দিতে হবে। অনুষ্ঠানে অংশ নিয়ে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, আহমদ রফিকের দীর্ঘায়ু কামনা করে দেশকে উন্নত করতে যুগে যুগে সাহিত্য শিল্পীরা ভূমিকা রেখে আসছেন বলে জানান। 

অনুষ্ঠানের শুরুতে রবীন্দ্র সঙ্গীতের মাধ্যমে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেয়া হয় নানা গুণে গুনী এই লেখককে। এ আয়োজনে অংশ নেন বিশিষ্ট নাট্যকার রামেন্দ্র মজুমদার, পিযূষ বন্দ্যোপাধ্যায়সহ সমাজের বিশিষ্ট কবি, লেখক ও সুভানুধ্যায়ীরা।