SomoyNews.TV

Somoynews.TV icon খেলার সময়

আপডেট- ১২-০৯-২০১৮ ১৮:১৯:১৫

গরম তেলের কড়াইয়ে পড়ে ঝলসে গেলো শিশু

gai-child

গাইবান্ধার সাঘাটায় মিষ্টির দোকানে গরম তেলের কড়াইয়ে পড়ে এক শিশুর হাত-পা ঝলসে গেছে।

আহত শিশুটির নাম তুলি আক্তার (৪)। সে গাইবান্ধা সদরের পিয়ারাপুর গ্রামের সবুজ মিয়ার মেয়ে।

বুধবার (১২ সেপ্টেম্বর) সাঘাটা উপজেলার বোনারপাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, স্বজনদের সঙ্গে নিজের বাড়ি থেকে ভ্যানে করে সাঘাটায় ফুফুর বাড়িতে যাচ্ছিলো তুলি। বোনারপাড়া বাজারে সড়কের পাশে মনি বাবুর 'মিষ্টি মুখ' দোকানে তেলের কড়াইয়ের সাথে তাকে বহনকারী ভ্যানের ধাক্কা লাগে। এতে শিশুটি তেলের গরম তেলভর্তি কড়াইয়ে পড়ে যায়।

স্থানীয়রা দ্রুত তাকে নিকটবর্তী সবুজ বাংলা হাসপাতালে নিয়ে যায়। এতে শিশুটির ডান হাত ও ডান পা ঝলসে যায়।