SomoyNews.TV

Somoynews.TV icon আন্তর্জাতিক সময়

আপডেট- ১২-০৯-২০১৮ ১৭:০৯:৫২

চলতি মাসে লিবিয়া উপকূলে শতাধিক জনের মৃত্যু

aloemm

চলতি মাসের শুরুতে লিবিয়া উপকূলে নৌকা ডুবে শতাধিক অভিবাসন প্রত্যাশী মারা গেছে। মঙ্গলবার সেবাদানকারী সংস্থা 'মেডিসিন সানস ফ্রোন্টিয়ার্স' এ তথ্য জানিয়েছে।


সংস্থাটি জানায়, পহেলা সেপ্টেম্বর ভূমধ্যসাগর পাড়ি দেয়ার উদ্দেশ্যে দুটি রাবারের নৌকা রওনা দেয়। তাদের মধ্যে একটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার শিকার নৌকা থেকে ২৭৬ জনকে জীবিত উদ্ধার করা হয়। তাদের বর্তমানে একটি আটক কেন্দ্রে রাখা হয়েছে। উদ্ধারকৃতদের মধ্য, অন্তঃসত্ত্বা নারী ও শিশু রয়েছে বলে জানানো হয়।

সাম্প্রতিক মাসগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ বলে আখ্যা দিয়েছে মেডিসিন সানস ফ্রোন্টিয়ার্স। এর আগে, জুনে তিউনেশিয়ার উপকূলে নৌকা ডুবে ১শ' ১২ জন মারা যায়।

জাতিসংঘে শরণার্থী সংস্থা জানায়, ওই মাসেই দুদিনের ব্যবধানে পৃথক নৌকা ডুবিতে ২শ' ২০ মারা যায়। চলতি বছর ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে অন্তত দেড় হাজার মানুষ প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা।