SomoyNews.TV

Somoynews.TV icon আন্তর্জাতিক সময়

আপডেট- ১২-০৯-২০১৮ ১৬:৫৭:৩৯

সর্ববৃহৎ সামরিক মহড়ায় রাশিয়া

hfx

লাখো সেনা নিয়ে এ যাবৎকালের সর্ববৃহৎ সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া। মঙ্গলবার সাইবেরিয়া অঞ্চলে 'ভোস্তক-২০১৮' নামে শুরু হওয়া এ মহড়া চলবে এক সপ্তাহ ধরে।


এতে প্রথমবারের মতো চীন ও মঙ্গোলিয়ার সেনাবাহিনী অংশ নিচ্ছে বলে জানা গেছে। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, এ সামরিক মহড়ায় চীনের সাড়ে তিন হাজার সেনাসহ অন্তত তিন লাখ সেনা অংশ নিচ্ছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শেইগু বলেছেন, এবারের সামরিক মহড়ায় ৩৬ হাজার সামরিক যান, এক হাজার যুদ্ধবিমান ও ৮০টি যুদ্ধজাহাজ অংশ নিচ্ছে। এর আগে ১৯৮১ সালে 'জাপাড-৮১' নামে এক সামরিক মহড়ায় অন্তত দেড় লাখ রুশ সেনা অংশ নিয়েছিলেন।