SomoyNews.TV

Somoynews.TV icon মহানগর সময়

আপডেট- ১২-০৯-২০১৮ ১৩:০১:০২

প্রতীকী অনশনে বিএনপি

bnp-anoshan

বেগম খালেদা জিয়াকে ছাড়া বিএনপির কেউ নির্বাচনে যাওয়ার চেষ্টা করলে দলীয়ভাবেই সমুচিত জবাব দেয়া হবে বলে জানিয়েছেন দলের নেতারা।

কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তার সু-চিকিৎসার দাবিতে বুধবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় প্রতীকী অনশন শুরু করেন দলের নেতাকর্মীরা। তবে, সকাল ৯টার আগেই রাজধানীর রমনা এলাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সমবেত হতে শুরু করেন নেতাকর্মীরা।

অনশনে বিএনপির কেন্দ্রীয় নেতাসহ রাজধানীর বিভিন্ন ওয়ার্ডের নেতারা অংশ নেন। এদিকে, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সেখানে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর বিপুল সদস্য মোতায়েন করা হয়েছে।