SomoyNews.TV

Somoynews.TV icon বাংলার সময়

আপডেট- ১১-০৯-২০১৮ ২৩:২২:৫৫

মানিকগঞ্জে আলাদা লেইনের দাবিতে রিকশা-ভ্যান চালকদের বিক্ষোভ

41632340-238351603508424-26

মানিকগঞ্জে আলাদা লেইনের দাবিতে বিক্ষোভ ও উপজেলা প্রশাসনের অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে শিবালয় উপজেলার পাঁচ শতাধিক রিকশা ও ভ্যান চালকরা। মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে দিনব্যাপী শিবালয় উপজেলা নির্বাহি কর্মকর্তা অফিসের সামনে এই কর্মসূচি পালন করেন তারা।

 

সরকার মহাসড়কে দুর্ঘটনা এড়াতে মহাসড়কে রিকশা ভ্যানসহ নিষিদ্ধ করেছে। সেই কর্মসূচির আওতায় মহাসড়কে রিকশা ভ্যান উঠতে দিচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনী। ফলে রিকশা ভ্যান চালকদের উপার্জন বন্ধ হয়েছে গেছে। এদের মধ্যে ঋণগ্রস্ত ভ্যান ও রিক্সা চালকরা চরম দুর্ভোগে পড়েছেন।

মানিকগঞ্জের শিবালয় উপজেলার নির্বাহি কর্মকর্তা মেহেদী হাসান জানান, জেলার রিকশা চালকরা আলাদা লেইনের জন্য বিক্ষোভ করেছে। আমরা তাদেরকে বলেছি, তাদের যৌক্তিক দাবি গুলো উপজেলা প্রশাসনকে জানানো হবে।