চট্টগ্রামে সমুদ্রে গোসল করতে নেমে নিখোঁজের ৮ ঘণ্টা পর কলেজছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার( ১১ সেপ্টেম্বর) সকালে পতেঙ্গা সমুদ্র সৈকতে যায় নেভি এনকারেজ কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাফিজ ও আসিফ। এ সময় গোসল করতে নামেন তারা। কিছুক্ষণ পর ডুবে যাওয়ার আশঙ্কায় চিৎকার শুরু করেন তারা।
এ সময় স্থানীয়রা স্পিডবোট নিয়ে নাফিজকে উদ্ধার করলেও, নিখোঁজ হন আসিফ। প্রায় ৮ ঘণ্টা যৌথভাবে চেষ্টা চালিয়ে আসিফের লাশ উদ্ধার করে নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল।