SomoyNews.TV

Somoynews.TV icon খেলার সময়

আপডেট- ১১-০৯-২০১৮ ২০:০৭:৪৩

অবশেষে ভিসা পেলেন তামিম

tamim

অবশেষে এশিয়া কাপ খেলতে সংযুক্ত আরব আমিরাত যাওয়ার ভিসা পেলেন তামিম ইকবাল। আজ মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) রাত ১টা ৪০ মিনিটে তার ফ্লাইট।

এরআগে ভিসা পেয়েছেন রুবেল হোসেন। ফলে এ দুই ক্রিকেটারের দলের সঙ্গে যোগ দেয়া নিয়ে সংশয়ের অবসান হলো।

এশিয়া কাপে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট দল দুবাইয়ে পৌঁছেছে গত রোববার। তবে তখন ভিসা জটিলতার কারণে দলের সঙ্গে যেতে পারেননি ওপেনার তামিম ইকবাল এবং পেসার রুবেল হোসেন।

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) দুপুরে খবর পাওয়া গেছে, রাতেই আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়বেন রুবেল। তবে তামিমকে নিয়ে অনিশ্চয়তা তখনও ছিলো। অবশেষে সন্ধ্যায় দেশসেরা ওপেনারের ভিসা পাওয়ার খবর মিললো।

এর আগে বেশ কয়েকবার দুবাইয়ে পাকিস্তান সুপার লিগ-পিএসএল খেলতে গিয়েছিলেন তামিম। প্রতিবারই ভিসা জটিলতায় পড়েছেন তিনি। বরাবরই ভিসা পেয়েছেন নির্ধারিত সময়ের কয়েক দিন পরে।

এর আগে দক্ষিণ আফ্রিকা সফরে ব্যক্তিগত কারণে ভিসা জটিলতায় পড়েন রুবেল হোসেন। বিসিবি থেকে জানা গেছে দু'এক দিনের মধ্যে ভিসা পেয়ে যাবেন এই দুই ক্রিকেটার। এদিকে, একই কারণে দলের সাথে যেতে পারেননি ম্যানেজার খালেদ মাহমুদ সুজন ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।