SomoyNews.TV

Somoynews.TV icon বাংলার সময়

আপডেট- ১১-০৯-২০১৮ ১৮:৫০:৪২

নির্বাচনে অংশ না নেয়ার ভুল বিএনপি করবে না: হানিফ

kush-hanif

দ্বিতীয়বারের মতো সংসদ নির্বাচনে অংশ না নেয়ার ভুল বিএনপি করবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া শহরের পিটিআই রোডে সদর আওয়ামী লীগের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

হানিফ বলেন, 'আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলকে ঐক্যবদ্ধ করে মাঠে নামানোর জন্য ইতোমধ্যেই দলে যে ছোটখাটো দ্বন্দ্ব আছে, সেই জায়গাগুলোর নেতৃবৃন্দের সাথে বৈঠক করে, প্রয়োজনে তাদের ঢাকায় ডেকে অথবা এলাকায় যেয়ে এই দ্বন্দ্ব নিরসন করে সেপ্টেম্বরের মধ্যেই মাঠে নামানোর জন্য কাজ করে যাচ্ছি।'

তিনি বলেন, 'এই নির্বাচন কমিশন সকল দলের মতের ভিত্তিতেই গঠন করা হয়েছে। নির্বাচন কমিশন নিয়ে যারা বিতর্ক তুলতে চায়, এটা তাদের নির্বাচনে অংশ না নেয়ার জন্য, নির্বাচনকে বানচাল করার জন্য ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ ছাড়া আর কিছুই না।'