SomoyNews.TV

Somoynews.TV icon আন্তর্জাতিক সময়

আপডেট- ১১-০৯-২০১৮ ১৮:১১:০৭

সাবেক পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের স্ত্রী আর নেই

pak

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের স্ত্রী কুলসুম নওয়াজ আর নেই। মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বেগম কুলসুম নওয়াজ দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। পাকিস্তান মুসলিম লীগের প্রেসিডেন্ট শাহবাজ শরীফ তার মৃত্যুর  বিষয়টি নিশ্চিত করেছেন। খবর ডন।

 

ব্যক্তিগত জীবনে স্বামী ছাড়াও চার সন্তান; হাসান নওয়াজ, হুসাইন নওয়াজ, মরিয়ম নওয়াজ ও আসমা নওয়াজকে রেখে গেছেন তিনি।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ বলছে, শারীরিক অবস্থার অবনতি হতে থাকায় মঙ্গলবার সকালের দিকে কুলসুম নওয়াজকে লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিকে লাইফ সাপোর্টে নেয়া হয়। সোমবার রাত থেকে তার অবস্থার অবনতি ঘটতে থাকে; এসময় তার ফুসফুসে নতুন করে সমস্যা দেখা দেয়।

গত বছরের আগস্টে ক্যান্সারের প্রাথমিক স্তর লিম্ফোমায় আক্রান্ত কুলসুমকে চিকিৎসার জন্য লন্ডনে নেয়া হয়। সেখানে বেশ কয়েকবার তার অস্ত্রপচার সম্পন্ন হয়। কমপক্ষে পাঁচবার কেমোথেরাপি সেশন পার করেন তিনি।