SomoyNews.TV

Somoynews.TV icon অন্যান্য সময়

আপডেট- ১১-০৯-২০১৮ ১৭:২৫:৪৬

নিউইয়র্ক ফ্যাশন উইকে শারীরিক প্রতিবন্ধীদের পোশাকের সম্ভার

ny-fashon

যুক্তরাষ্ট্রে চলছে নিউইয়র্ক ফ্যাশন উইক। এবারের ফ্যাশন উইকে শারীরিক প্রতিবন্ধীদের উপযোগী পোশাকের সম্ভার নিয়ে প্রথমবারের মত মঞ্চে হাজির হয় 'দ্য রানওয়ে অব ড্রিমস ফাউন্ডেশন'। যা বিশেষভাবে নজর কাড়ে ফ্যাশন সচেতন দর্শকদের।

ক্যাটওয়াক নয় হুইল চেয়ারে বসে মঞ্চে হাজির মডেল। কেউবা এসেছেন ক্রাচে ভর করে। তাদের পড়নে প্রখ্যাত ফ্যাশন হাউজ টমি হিলফিগার, নিক এবং টার্গেটের ডিজাইনারদের শারীরিক প্রতিবন্ধীদের উপযোগী নকশা করা বাহারি পোশাক।

এবারের নিউইয়র্ক ফ্যাশন উইকে শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদের নিয়ে এ ব্যতিক্রমী আয়োজন করে দ্য রানওয়ে অব ড্রিমস ফাউন্ডেশন। এতে অংশ নেয় নানা বয়সী ৩০ জন মডেল।

দ্য রানওয়ে অব ড্রিমস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মিন্ডি শেইর বলেন, 'আমার সন্তানও শারীরিক প্রতিবন্ধী। মূলত তার উপযোগী ফ্যাশনেবল পোশাক তৈরির তাড়না থেকেই বিশ্বের সকল প্রতিবন্ধীদের জন্য পোশাক তৈরির ভাবনা মাথায় আসে। তবে কেবল পোশাক তৈরি-ই নয় এ ধরনের কাজের সঙ্গে জড়িত পরবর্তী প্রজন্মের ডিজাইনারদের জন্য আমরা প্রশিক্ষণেরও ব্যবস্থা করি। কেননা আমরা বিশ্বাস করি নিজের পছন্দমত পোশাক পড়ার অধিকার সবারই আছে।'

এমন ভিন্নধর্মী আয়োজন মুগ্ধ করে দর্শককে। আর এমন আয়োজনে অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন মডেলরাও।

এক মডেল বলেন, 'আমি খুবই খুশি, বিশেষ কোরে আমাদের জন্য এ ধরনের একটি আয়োজন করার জন্য। আমার উপযোগী পোশাক, জুতা সব কিছুই দারুণ।'

অপর একজন বলেন, 'আমি আমার এ পা লুকাতে চাই না। আমি চাই এটাই আমার স্টাইলের একটি অংশ হোক। আমি রুচিশীল এবং উপযোগী পোশাকের মাধ্যমেই আমার ব্যক্তিত্ব ফুটিয়ে তুলতে চাই।'

২০১৪ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর এটিই নিইউয়র্ক ফ্যাশন উইকে 'দ্য রানওয়ে অব ড্রিমস ফাউন্ডেশন'-এর প্রথম প্রদর্শন। সারা বিশ্বের পোশাক শিল্পে প্রতিবন্ধীদের উপযোগী পোশাক অন্তর্ভুক্তির পাশাপাশি প্রতিষ্ঠানটি, প্রতিবন্ধীদের পোশাক দানও করে থাকে।