SomoyNews.TV

Somoynews.TV icon বাংলার সময়

আপডেট- ১১-০৯-২০১৮ ১৬:৪৪:১০

'শেখ হাসিনার নৌকার বিজয় আমাদের মূল লক্ষ্য'

bager-news

কর্মীদের বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের  কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপ-কমিটির সদস্য এম আর জামিল হোসাইন।  
 
এছাড়া তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে দলীয় নেতাকর্মীদের এখন থেকে কাজ হবে। সোমবার বিকেলে রায়েন্দা পাইলট হাইস্কুল চত্বরে অনুষ্ঠিত পথসভায় তিনি একথা বলেন তিনি।  

এ সময়  জামিল হোসাইন আরও বলেন, 'আমি মনোনয়ন পাবো কি পাবো না সেটা বড় বিষয় নয়। শেখ হাসিনার নৌকার বিজয় আমাদের মূল লক্ষ্য। আগামী সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে শেখ হাসিনার উন্নয়নের কথা সকল মানুষের কাছে পৌঁছতে হবে।'

এছাড়া পথ সভায় বক্তব্য দেন শরনখোলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক আসাদুজ্জামান মিলনসহ আরও অনেকে।